লক্ষ্মীপুর সদরের ২নং হামছাদি ইউনিয়নে লকডাউন করা দুইটি পরিবারকে দেখতে যান চেয়ারম্যান শাহআলম
- আপডেটের সময়
Saturday, May 16, 2020
-
124 কতজন পড়েছেন
- ভিবি নিউজ-অদ্য ১৬ মে ২০২০ খৃষ্টাব্দ রোজ শনিবার সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মীর শাহআলম অত্র ইউনিয়নে লকডাউন করা দুটি পরিবারের সাথে দেখা করে খোঁজ খবর নেন, এ সময় তিনি লকডাউন হওয়া পরিবারের জন্য বিভিন্ন ফলফলাদি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার ও কিছু শুকনো খাবার নিয়ে যান। রোগীদের সাথে দুরত্ব বজায় রেখে কথা বলেন এবং তাদেরকে মানষিক শান্তনা দেন এবং বলেন, যে কোন সমস্যায় চেয়ারম্যান মীর শাহআলম আছে আপনাদের সাথে।
হঠাৎ চেয়ারম্যান সাহেব এর উপস্থিতি দেখে লকডাউনে থাকা পরিবারের সদস্যগন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মনোবল ফিরে পান বলে জানান।
এ সময় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থাকা অপর এক করোনা রোগীর জন্য চেয়ারম্যান তার ভাই কে দিয়ে কিছু ফলমূল কিনে পাঠিয়ে দেন বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।