ভিবি নিউজ মিডিয়া-০৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয় লক্ষ্মীপুর শহরে যানজট নিরসনে সরেজমিন পরিদর্শন করেন। যানজট নিরসনকল্পে দখল হওয়া ফুটপাতে উচ্ছেদ, ট্রাফিক পুলিশিং জোরদারকরণ এবং ইজিবাইক, ব্যাটারি চালিত রিক্সা, অটো-এর ডান পাশ লোহার রড দ্বারা আবদ্ধ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।
নির্দেশনার পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকা থেকে আদর্শ সামাদ স্কুলের মোড় পর্যন্ত সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ
।এতে করে যাত্রীগণের উপলব্ধি, অটো/রিক্সার ডান পাশে লোহার রড দ্বারা আবদ্ধ থাকায় দুর্ঘটনা হ্রাস পাবে এছাড়াও মোটর সাইকেল চালকদের হেলমেট বিহীন চলাচল ও তিনজন আরোহী বহন না করার নিদের্শ প্রদান করেন পুলিশ সুপার । এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ মোঃ আজিজুর রহমান মিঞা, ওসি ডিবি, অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, লক্ষ্মীপুর মডেল থানা, টিআই (প্রশাসন) প্রবির দাস সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।