সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে স্কুল শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, শিক্ষিকার স্বামীর অভিযোগ লক্ষ্মীপুর ২ আসনের মানবিক এমপি নুরউদ্দিন আলিফ মীম হাসপাতালের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা: জাকির হোসেন উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের কিছু কথা লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের  জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত
লক্ষ্মীপুর মহাদেবপুরে রাতের অন্ধকারে বৈঠকখানা ঘর উধাও

লক্ষ্মীপুর মহাদেবপুরে রাতের অন্ধকারে বৈঠকখানা ঘর উধাও

ভিবি নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহাদেবপুর গ্রাম এলাকায় একটি বৈঠকখানা ঘর একমাস পূর্বে রাতের অন্ধকারে কে বা কাহারা উদ্দেশ্য প্রনোদিত হয়ে সরিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে ১১ জানুয়ারী সোমবার মোঃ শাহিদুর রহমান সাঈদ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারেও স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হীরন মিঞার নিকট ঘটনার শুরুতে লিখিত অভিযোগ করেন বলে ভুক্তভোগী জানান। অভিযোগ পেয়ে পরিষদের গ্রাম পুলিশ শাকায়েত উল্লাহ মিঞাকে খোঁজ খবর নেয়ার জন্য ইউপি সদস্য বলেন। প্রায় একমাস অতিক্রান্ত হওয়ার পর ১১ জানুয়ারি এলাকার মোঃ গাজী জমদ্দার বাড়ির আবদুর রবের বসত ঘর সংলগ্ন পুকুরে সরিয়ে নেয়া ঘরের খুঁটি, টিন ও টিনের বেড়ার সন্ধান পেয়ে গ্রাম পুলিশ শাকায়েত উল্লাহ মিঞা ইউনিয়ন মেম্বার ও এলাকাবাসিকে তাৎক্ষণিক জানান।

এই বিষয়ে একই বাড়ির আবদুর রবের স্ত্রী মরিয়ম বেগম বলেন, দীর্ঘদিন যাবৎ শাহিদুর রহমানদের সাথে জায়গা জমি নিয়ে আমাদের বিরোধ চলে আসছে এবং বর্তমানে এই সম্পত্তির উপর আদালতের নিষেধাজ্ঞা বলবৎ আছে বলে জানান কিন্তু তিনি এ বিষয়ে কোনো কাগজ পত্র দেখাতে পারেননি। উধাও হওয়া ঘরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে কখনো কোন ঘর ছিলো না।
উক্ত বিষয়ে এলাকার সাবেক মেম্বার মফিজ উল্লাহ মিঞা বলেন, এখানে একটি ঘর ছিলো যেটা কিছুদিন পূর্বে রাতের অন্ধকারে কে বা কাহারা সরিয়ে নিয়ে যায়। সেই ঘরটি আজ ১১ জানুয়ারি আবদুর রবের বাড়ির পুকুরে গ্রাম পুলিশ শাকায়েত উল্লাহ মিঞার অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
এই ব্যাপারে এলাকার গন্যমান ব্যাক্তিদের মধ্যে মৃত আমিন উল্লাহর পুত্র ফরিদ মিঞা বলেন, এখানে একটা ঘর ছিলো এটা সত্য তেমনি রাতে অন্ধকারে উধাও হয়ে যাওয়াও সত্য।
এই বিষয়ে স্হানীয় আ’লীগ নেতা বেল্লাল হোসেন মিঞা গণমাধ্যমকে বলেন, এখানে ঘর থাকাও যেমন সত্য তেমনি ঘর উধাও হওয়াও সত্য। আজ ১১ জানুয়ারি বাড়ির ভিতরের পুকুরে পুরো ঘরের খুঁটি সহ টিন গুলো পাওয়া গেছে বলে গ্রাম পুলিশ শাকায়েত উল্লাহ মিঞা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৈঠকখানা ঘরটি উধাও হওয়ার ব্যাপারে দালাল বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফিরোজ আলম হিরন বলেন, বিগত মাসখানেক পূর্বে আমাকে ঘরের মালিক শাহিদুর রহমান সাঈদ লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি জানান। তিনি আরো বলেন, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com