ভিবি নিউজ মিডিয়া- ০৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ লক্ষ্মীপুর জেলার সদর মডেল থানা পরিদর্শন আসেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ
মহোদয়। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লিখেন এবং ফোর্সদের থাকার ব্যারাক ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, অফিসার ইনচার্জ, চন্দ্রগঞ্জ থানা মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।