ভিবি নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন আসছে ২৮ নভেম্বর ২০২১ সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে ১৫নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের সহিত লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জের আলোচনা ও মতবিনিয়ম সভা অনুষ্ঠিত।
২০ নভেম্বর ২০২১ইং তারিখ লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামানের দিক নির্দেশনায় লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো:, জসীম উদ্দীন তাহার কার্যালয়ে আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন/২০২১ইং উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনকে সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও উৎসব মূখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড হতে ১৫নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীদের সহিত আলোচনা ও মত বিনিয়ম সভা করেন। উক্ত আলোচনা সভায় থানা পরিদর্শক আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রার্থী কিংবা প্রার্থীর কর্মী কর্তৃক আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার মত ঘটনা হইতে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। তাছাড়া নির্বাচনের পূর্বে নির্বাচনী প্ররোচনা নিয়া কোন প্রার্থী বা প্রার্থী কর্মী যদি দ্বন্ধে লিপ্ত হইয়া আইন শৃঙ্খলার অবনতি ঘটনা, নির্বাচন বিধি লঙ্গন করে অথবা নির্বাচনের দিন কোন প্রার্থী বা প্রার্থীর কর্মী ভোটারের নিরপেক্ষ ভোট প্রয়োগে বাধা সৃষ্টি সহ ভোট কেন্দ্রে যাতায়াতের ক্ষেতে বাধা সৃষ্টি করে তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে মর্মে অফিসার ইনচার্জ অভিমত ব্যক্ত করেন বলে জানাযায়।