ভিবি নিউজ ডেস্ক:
১২ ডিসেম্বর রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ মাসুম ভূঁইয়া ও কাউন্সিলর দের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌর নির্বাচনে প্রায় ৩৭ হাজার ভোট পেয়ে মাসুম ভূঁইয়া মেয়র নির্বাচিত হন। ৫ ডিসেম্বর মেয়র, ১৫ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৫ জন কাউন্সিলরের নামে গেজেট প্রকাশ হয়। ৭ ডিসেম্বর তাদের শপথ নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন চিঠি পাঠায়।
নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া বলেন, জনগণ আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। লক্ষ্মীপুর পৌরবাসীর সেবায় সর্বদা সচেষ্ট থাকবো। দায়িত্ব বুঝে নিয়েই পৌরবাসীর কল্যাণে মাঠে নামবো। ইতি মধ্যে মেয়র মাসুম ভূঁইয়া তার নির্বাচনি ইস্তেহার অনুযায়ী কয়েটি কাজে হাত দিয়েছেন বলে জানাযায়।