ভি বি রায় চৌধুরীঃ লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। ১৮ জানুয়ারি বুধবার জেলা প্রশাসকের সভা কক্ষে তাকে বিদায় সম্ভাষণ জানান জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলাপরিষদের নির্বাহী কর্মকর্তা, জেলা সিভিল সার্জন আহম্মেদ কবির, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা,রামগঞ্জ উপজেলার চেয়ারম্যান মনির চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ সহ প্রমূ।
বিদায় বেলায় মোঃ জাহাঙ্গীর আলম আবেগ আপ্লুত হয়ে অশ্রু সিক্ত নয়নে সকলের নিকট স্মৃতি রোমন্থন করে অতিতের ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহবান জানান।