সংবাদ শিরোনামঃ
জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
লক্ষ্মীপুর থেকে  রায়পুর হয়ে চাঁদপুর বি আর টি সি বাস আবশ্যক —-দৃষ্টি আকর্ষণ-যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের–

লক্ষ্মীপুর থেকে  রায়পুর হয়ে চাঁদপুর বি আর টি সি বাস আবশ্যক —-দৃষ্টি আকর্ষণ-যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের–

  1.  ভি বি রায় চৌধুরী-লক্ষ্মীপুর  থেকে প্রতিদিন  রায়পুর হয়ে চাঁদপুর যাতায়ত করেন হাজার হাজার যাত্রী সাধারণ,   কারন চাঁদপুর থেকে নদী পথে ঢাকা যেতে সময়ও যেমন কম ভাড়াও সাশ্রয়ী।

লক্ষ্মীপুর থেকে সাত / আটটি কোম্পানির বিভিন্ন বেসরকারি  বাসে করে  হাজার হাজার যাত্রী ঢাকা ও চট্টগ্রাম অভিমুখি হন। লক্ষ্মীপুর-চৌমুহনী-কুমিল্লা -ঢাকা এবং লক্ষ্মীপুর – চৌমুহনী – ফেনি – চট্টগ্রাম ব্যাস্ততম রুটে কয়েক যুগ থেকে বেসরকারি  নানান কোম্পানির বাস মালিক সমিতি, সাধারন যাত্রীদের কাছ থেকে বছর বছর ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে ঢাকার ভাড়া ৩-৪ শত টাকা এবং অনুরুপ ভাবে  লক্ষ্মীপুর -ফেনি-চট্রগ্রাম রুটেও যাত্রীদের বেশি ভাড়া দিয়ে চলাচল করতে হয়।বর্তমান করোনা কান্তি লগ্নে যাহা দ্বিগুন।
দেখা যায় লক্ষ্মীপুর থেকে রায়পুর হয়ে চাঁদপুর যাতায়তের কোন ভালো গাড়ি না থাকার কারনে জন দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত, এদিকে যাত্রীদের চাপও এই জনপদে একটু বেশি, কারন রায়পুর থেকে ঢাকা চেয়ার কোচের ভাড়া ৩৫০ টাকা থেকে ৪০০ শত, তদপুরি সময় লাগে ৬-৭ ঘন্টা, যানযট হলে তো কথাই নাই,  লক্ষ্মীপুর থেকে রায়পুর হয়ে চাঁদপুর যেতে সময় লাগে ৪৫ মিনিট, সেখান থেকে ঢাকা যেতে নদীপথে সময় লাগে তিন ঘন্টা ত্রিশ মিনিট,  যাতায়ত ভাড়াও সাশ্রয়ী হওয়ায় এই সড়ক দিয়ে প্রতিনিয়ত বেশি সাধারন যাত্রী চলাচল করায় ভালো গাড়ি না থাকার কারনে যাত্রীদের দুর্ভোগের সীমা নেই। তাই যাত্রী সাধারনের দির্ঘদিনের দাবী, লক্ষ্মীপুর থেকে রায়পুর হয়ে চাঁদপুর আঞ্চলিক সড়কে সরকারি বি আর টি সি বাস সার্ভিস চালু করা।

এমতাবস্থায় লক্ষ্মীপুর -রায়পুর হয়ে চাঁদপুর ব্যসস্ততম রুটে সরকারি বি আর টি সি বাস সার্ভিস চালু  করা হলে অত্র এলাকার বাসযাত্রীরা কম ভাড়ায় নিজেদের গন্তব্যে পৌছাতে পারবেন, তেমনি ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এ রুটে বাস চলাচল করিয়ে লাভবান হয়ে সরকারের রাজস্ব খাতে অর্থ যোগান দিতে সক্ষম হবে এবং লক্ষ্মীপুর এর মানুষের অনেক দিনের আকাঙ্খা পুরন হবে। এব্যাপারে মাননীয়  যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের  মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগী যাত্রী সাধারন।

 


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com