লক্ষ্মীপুর তোরাবগঞ্জে বাজার কমিটির নির্বাচনে আলোচনায় সম্পাদক প্রার্থী ফারুক বড়মিঞা

বিশেষ প্রতিনিধি আমজাদ হোসেন-লক্ষ্মীপুর তোরাবগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে ব্যাবসায়ী ভোটারদের মাঝে আলোচনাতে রয়েছেন ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাজ্বী আবদুল হক বড় মিয়া বাড়ির হাজ্বী আবদুল হক মিয়ার বড় ছেলে তোরাবগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী হাজ্বী হক এন্ড সন্স, নিউ হক ব্রিকস্, হাজ্বী হক রেন্ট এ কার, মেসার্স ফাহাদ সিমেন্ট সেন্টার এর স্বত্বাধিকারী হেলিকপ্টার মার্কা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল হক ফারুক (বড় মিয়া) । ফারুক বড়মিয়া লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার একঝাক গণমাধ্যম কর্মীদের এক সাক্ষাৎকারে বলেন, আমাদের তোরাবগঞ্জ বাজারের ভোটার সংখ্যা হলো ৭২২ জন, আগামী ২১ অক্টোবর সকাল ৮ থেকে ভোট শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হবে বলে তিনি জানান । তিনি আরো বলেন, আমার মার্কা হেলিকপ্টার, তোরাবগঞ্জ বাজারের ব্যাবসায়ী ভোটাররা আমাকে ভোট করার জন্য উৎসাহ যুগিয়েছেন । আমি সাবেক তোরাবগঞ্জ বাজার কমিটির সহ-সভাপতি ছিলাম, তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ৩ বারের অভিভাবক সদস্য, তোরাবগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ এর সহ-সভাপতি, হাজ্বী আবদুল হক জামে মসজিদ এর সভাপতি, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সভাপতি, আশরাফুল উলুম মাদ্রাসার সভাপতি, লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের সদস্য, লক্ষ্মীপুর সদর উপজেলার কৃষকলীগের সহ-সভাপতি, এবং, বর্তমান ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি । তিনি বলেন, আমি ভোটে নির্বাচিত হলে পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় এনে চোর ডাকাতের হাত থেকে রক্ষা করবো, বাজারে কোন সন্ত্রাসী কার্যকলাপ হতে দেবো না, সুন্দর ভাবে ব্যাবসা করার জন্য ১০০% নিশ্চয়তা দেবো, তিনি উন্নয়নমূলক কাজের শর্ত দিয়ে বলেন, বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো, বাজারে স্যানিটেশন এর ব্যাবস্থা করে দেবো, বাজারের যানযট বিষয়ে ব্যাবস্থা নেবো, এবং বাজার সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাবস্থা করবো ইনশাআল্লাহ । শুধুমাত্র আপনারা আমাকে হেলিকপ্টার মার্কা ভোট দিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *