ভিবি নিউজ ডেস্ক:লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নবনির্মিত দৃষ্টিনন্দন ফটকের শুভ উদ্বোধন ১৩ ফেব্রুয়ারী রবিবার দুপুরে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মান কাজ শেষে ফিতা কেটে এ ফলক উন্মোচন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ।
উদ্বোধন অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী লাবণ্য বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, রামগঞ্জের ইউএনও তাপ্তি চাকমা, কমলনগরের ইউএনও মো. কামরুজ্জামান, এবং, রামগতির ইউএনও এসএম শান্তুনু চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহধর্মিণী তাহরিমা আনোয়ার, সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।।