ভিবি নিউজ-অদ্য ২৬ জুলাই ২০২০ খৃষ্টাব্দে লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মিমতানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মংনেথোয়াই মারমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মারুফা নাজনীন,
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব স্পিনা রাণী প্রামানিক, আর আই পুলিশ লাইন্স, আরও-১ সহ সকল থানার অফিসার ইনচার্জ, ফোর্স ও কর্মকর্তাবৃন্দ। কল্যাণ সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সকল থানার অফিসারদের মধ্য থেকে বিভিন্ন পদবীর অফিসারবৃন্দকে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়।