ভিবি নিউজ ডেস্ক: ২৯ মে ২০২৩ ইং. তারিখ লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের সভাপত্বিতে লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন হয়েছে বলে জানা যায়। কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও জেলার শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) মোঃ সাজ্জাদ কবির কে ঘোষণা করা হয়েছে বলে সূত্র থেকে জানা যায়।
আরো জানাযায় ট্রাফিক বিভাগ, লক্ষ্মীপুর, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন পরবীল কুমার নাথ, সার্জে্, ্রাফিক বিভাগ, লক্ষ্মীপুর, শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজালাল, এটিএসআই, ট্রাফিক বিভাগ, লক্ষ্মীপুর, শ্রেষ্ঠ এটিএসআই এবং মোঃ আবদুস সামাদ, কনস্টেবল, ট্রাফিক বিভাগ, লক্ষ্মীপুর, শ্রেষ্ঠ ট্রাফিক কনস্টেবল হিসেবে বিবেচিত হওয়ায় ক্রেস্ট, সনদপত্র ও উপহার প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদুল হোসাইন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল মোঃ মোহাম্মদ বাকী বিল্লাহ, ডিআইও-১ মোঃ আজিজুর রহমান,ওসি (ডিবি), কোর্ট ইন্সপেক্টর, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।