ভিবি নিউজ ডেস্ক: ০৫ জুন ২০২১ খ্রিঃ তারিখে লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
এই সময়ে আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রাণী প্রামানিক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইফতেখার আহমেদ, আর আই পুলিশ লাইন্স, আরওআই, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম,রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল, কমলনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেহ্ উদ্দিন, রামগতি- থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান,চন্দ্রগঞ্জ- থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক সহ ফোর্স ও কর্মকর্তাবৃন্দ। কল্যাণ সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সকল থানার অফিসারদের মধ্য থেকে বিভিন্ন পদবীর অফিসারবৃন্দকে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়। এছাড়াও ০৬ জন পুলিশ সদস্যকে অবসর জনিত বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়।