বিশেষ প্রতিনিধি-পিছিয়ে পড়া লক্ষ্মীপুর জেলার উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার স্বার্থে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৫ আগস্ট) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ঈদ পরবর্তী এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ (৮ আগস্ট) শনিবার বিকেলে কমিটির বিষয়টি নিশ্চিত করেন যুগ্ন আহবায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদ।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
সভায় সকলের সম্মতিক্রমে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হেদায়েত হোসেনকে আহ্বায়ক, লক্ষ্মীপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসাইন ভূঁইয়া আজাদকে যুগ্ম-আহ্বায়ক এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি করা হয়। তারা হলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক ও সাবেক সংসদ সদস্য সম্পাদক হারুনুর রশিদ, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিজনবিহারী ঘোষ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো.কাউছার, জেলা প্রাইমারি শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন বাবুল, জেলা ভূমি উন্নয়ন কর্মকর্তা সমিতির সভাপতি আবদুস সহিদ, বাসকফ এর সভাপতি মো. সমর, কর্মচারী ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃবৃন্দ প্রমুখ।
(সংগৃহীত শীর্ষ সংবাদ)