বিশেষ প্রতিনিধি-করোনা আক্রান্ত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (২৬ জুন) শুক্রবার সন্ধ্যায় সর্দি, কাশি, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে তিনি ঢাকার আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে ভর্তি হন।
এছাড়াও এডভোকেট নয়ন দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে রোগে ভোগছিলেন। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুুরে তাঁর করোনাভাইরাস পজিটিভ বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
এডভোকেট নুরুউদ্দিন চৌধুরীকে হাসপাতালে ভর্তির বিষয়টি ভিবি নিউজকে নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।
এদিকে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সুস্থ্যতা কামানায় বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুমা শহরের লিল্লাহ মসজিদ, দায়েরা শরীফ, সেরাজুল হক গাজী জামে মসজিদ সহ বেশ কয়েকটি মসজিদে তাঁর সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীর।