ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, জসীম উদ্দীন, শ্রেষ্ঠ এসআই মুহাম্মদ কাওসারুজ্জামান এবং শ্রেষ্ঠ এএসআই মোঃ নুরুল করিম চৌধুরী নির্বাচিত।
০৭ আগষ্ট ২০২১ইং তারিখে লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্ত্বে জুলাই ২০২১ ইং মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যান সভায় জুলাই ২০২১ ইং মাসে লক্ষ্মীপুর মডেল থানা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদক উদ্ধার, কিশোর গ্যাং দমন, সন্ত্রাস নিয়ন্ত্রন, গ্রেফতারী পরোয়ানা তামিল ও মানবিক বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের দাড়প্রান্তে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ জুলাই ২০২১ইং মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ পরিদর্শক জসীম উদ্দীন,
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কাওসারুজ্জামান
এবং শ্রেষ্ঠ এএসআই মোঃ নুরুল করিম চৌধুরী’
কে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান মূল্যায়ন করেন এবং ভাল কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব সনদ ও ক্রেস্ট প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পু্লিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান , সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মুহাম্মদ রাইসুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইফতেখার মাহমুদ এবং ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জ সহ সকল থানার অফিসার ইনচার্জগন।