ভিবি নিউজ ডেস্ক: ০৬ মার্চ ২০২২ খ্রি. তারিখ জেলা পুলিশ, লক্ষ্মীপুর এর মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাষ্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
এসময়ে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মংনেথোয়াই মারমা। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় অস্ত্রাগার, পোশাক ভান্ডার, বিভাগীয় ভান্ডার, রেশন স্টোর সহ পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
মাস্টার প্যারেডে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর বিভিন্ন পদে কর্মরত দায়ীত্বশীল কর্মকর্তা বৃন্দ।