ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার (ঔষধ) কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ১২ আগস্ট ২০২৩ ইং রোজ শনিবার সকালে লক্ষ্মীপুর জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নতুন ভবনে জেলার ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) ডালিম চন্দ্র দাস এর উপস্থিতিতে কমিটি ঘোষনা করা হয়।
এতে , ভূঁইয়া ফার্মেসীর সত্ত্বাধিকারী বাবু যতন কুমার নাথ কে সভাপতি, নীহা ফার্মেসীর সত্ত্বাধিকারী মোঃ রাসেল হোসেন (পারভেজ) কে সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ফার্মেসীর সত্ত্বাধিকারী ভাস্কর বসু রায় চৌধুরী কে সহ-সভাপতি,এ,আর ফার্মেসীর সত্ত্বাধিকারী মোঃ কামরুল হোসেন কে সহ-সভাপতি, শৈশব ফার্মেসীর সত্ত্বাধিকারী সুমন দেবনাথ কে সদস্য হিসাবে সর্বসম্মতি ক্রমে ঘোষনা করা হয়।
মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সদস্য হিসাবে আরো আছেন, নিরাময় ফার্মেসীর আব্দুর রহিম, জনতা ফার্মেসীর আফজাল হোসেন,হাজি ফার্মেসীর মোবারক হোসেন, বি,এম মেডিকেল হলের কার্তিক চন্দ্র দাস, নিউ মেডিকেল হলের অরুন চন্দ্র অধিকারী, মরিয়ম ফার্মেসীর আব্দুল কুদ্দুস, রোকেয়া ফার্মেসীর আব্দুর রহমান, ভূঁইয়া ফার্মেসীর শ্যামল দেবনাথ, মা মনি ফার্মেসীর মোঃ দেলোয়ার হোসেন, এ,বি,সি ফার্মেসীর মোঃ মহিউদ্দিন, বিসমিল্লা ফার্মেসীর রেজাউল হায়দার ও ইনসাফ ফার্মেসীর মোঃ আবুল বাসার কে সদস্য হিসাবে লক্ষ্মীপুর জেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি অনুমোদন প্রদান করেন বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।