লক্ষ্মীপুর জেলাবাসীকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন এড. ফিরোজ আলম

  1. ভিবি নিউজঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লক্ষ্মীপুর জেলাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা, লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক জেলা আহবায়ক, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সহ-সভাপতি সিনিয়র আইনজীবি ফিরোজ আলম।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। এবারের ঈদ-উল-আযহা অন্যান্য বছরের চেয়ে একটু আলাদা, কারণ মহামারী করোনা ভাইরাসে বিশ্বের সকল কিছু ওলট-পালট করে দিয়েছে। সাথে সাথে বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। যার ফলে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কেনা ও জবাই করার ব্যাপারে তিনি সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

মহান আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা।

আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান এবং পশু কোরবানির পর পশুর বর্জ্য, আবর্জনা মাটিতে পুঁতে ফেলার জন্য সকলকে অনুরোধ জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। তিনি সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাস কান্তিলগ্নে সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *