ভিবি নিউজ ডেস্ক: আজ ১০ সেপ্টেম্বর ২০২১ইং সকাল ৯.৩০ মিনিটে লক্ষ্মীপুর জেলা চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব কমরেড শুভ দেবনাথ বাসা থেকে চারণ সাংস্কৃতিকের সাপ্তাহিক অনুষ্ঠানে আসার পথে লক্ষ্মীপুর মাদাম রুটে অটো রিকশা ও হুন্ডা মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন।
গুরুতর অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে ভর্তি করার খবর পাওয়া যায়। জানাযায় শুভ দেবনাথ লক্ষ্মীপুর সদর উপজেলার দৈনিক শ্যামবাজার পত্রিকার প্রতিনিধি। শুভ দেবনাথের দ্রুত সুস্থতার জন্য লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী সকলের নিকট আশির্বাদ /দোয়া কামনা করেন।