ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুর’এর কৃতি সন্তান সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ বাবু ননী গোপাল ঘোষ মহোদয় ও উনার সহধর্মিণী শ্রীমতি আরতি রানী ঘোষের সাথে দীর্ঘদিন পর উনাদের প্রাণপ্রিয় ছাত্র বর্তমানে লক্ষ্মীপুর ২ আসনের মাননীয় এমপি এড: নুরউদ্দিন চৌধুরী নয়ন মহোদের স্বাক্ষাত ঘটে। মাননীয় এমপি মহোদয় বলেন বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী খোকন পালের বাবার পারলৌকিক অনুষ্ঠানে গত ৮ সেপ্টেম্বর ২০২৩ ইং এই দুজন শিক্ষা গুরুর সাথে আমার স্বাক্ষাত ঘটে। জানা যায় লক্ষ্মীপুর কলেজের আশির দশকের বোটানি ও জোলোজির শিক্ষক শ্রীমতি আরতি ঘোঘ মাননীয় প্রধানমন্ত ক্লাসমিট িলেন।