লক্ষ্মীপুর করোনাভাইরাস সর্ম্পকে পল্লী চিকৎসকদের দিক নির্দেশনা দিলেন সিভিল সার্জন গাফফার

ভি বি রায় চৌধুরী: করোনাভাইরাস মহামারীতে গোটা বিশ্ব প্রায় অচল। স্বভাবিক ভাবে এর প্রকোপ এখন বাংলাদেশে। দেশের বিভিন্ন জেলায় ছোঁয়াছে এ রোগের উপসর্গ নিয়ে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলছে। এমন পরিস্থিতিতে মহামারী করোনাভাইরাস থেকে সাধারন জনগন সহ সকল পেশার লোকজন কিভাবে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারে সে লক্ষে জেলার পল্লি চিকিৎসকদের দিকনির্দেশনা দেন সিভিল সার্জন আব্দুল গাফফার।
সুত্রে জানা গেছে, ১২ এপ্রিল রবিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন অফিসের হলরুমে, পল্লী চিকৎসকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর জেলার স্থানীয় পল্লি চিকিৎসক দের করোনাভাইরাস বিস্তার রোধে তাদেরকে বেশ কিছু পরামর্শ দেন সিভিল সার্জন ডা: গাফ্ফার। এ সময় তিনি (সিএস) পল্লি চিকিৎসকদের উদ্দ্যশে বলেন, আপনারা যতটা সম্ভব অল্প সময় কাজ করবেন, চেম্বারে দুরত্ব বজায় রেখে রোগীকে চিকিৎসা দিবেন, সকলকে ভালোভাবে হাত ধোয়া সহ পরিস্কার পরিছন্ন ভাবে চলার জন্য উৎসাহ দিবেন, এ মুহুর্তে কেহ যেন অন্য কারো বাসা-বাড়ীতে অহেতুক আসা-যাওয়া সহ জটলা না পাকায় সে ব্যাপারে সকলকে বলবেন। তিনি আরো বলেন করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে আমাদের সবার আগে দরকার জন সচেতনা, এসময়ে আরো উপস্থিত ছিলেন এমও সিএস, সহ আরো দুজন এমবিবিএস।
লক্ষ্মীপুর জেলা শাখা পল্লি চিকিৎসক গণের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী চন্দন কুরী( মান্দারী বাজার), মোঃ হোসেন আহম্মদ(রামগতি), আনোয়ার হোসেন (চরচামিতা),মোঃ গোলাম আজম সোহাগ (দাসের হাট), ;মোঃ সোহেল( মুসলিমাবাদ),শ্রী পরিমল চন্দ্র মজুমদার (রামগঞ্জ), ইব্রাহিম খোকন(বটতলী), নুরুল আমিন(হায়দর গঞ্জ- রায়পুর), মোঃ মাহাতাব উদ্দিন ( মাদাম লক্ষ্মীপুর), মোঃ জয়নাল আবেদিন ( মান্দারী),শাহিনা আক্তার(হাজির হাট),শ্রী প্রদীপ মজুমদার (লক্ষ্মীপুর), কাকন চক্রবর্তী (লক্ষ্মীপুর) সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *