ভিবি নিউজ ডেস্ক- লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ মার্চ সোমবার বিকালে লক্ষ্মীপুর পৌরসভার (৩নং ওয়ার্ড) বাঞ্ছানগর গ্রামের মনতাজ মিয়ার ব্রিকফিল্ড সংলগ্ম রহমানিয়া খালে মৃত পড়ে থাকা অবস্থায় তাকে খোঁজে পায় পুলিশ। তার নাম মো. রনি। বয়স ১৮।
সে পেশায় একজন অটোরিকশা চালক। লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়নের (৯নং ওয়ার্ড) আব্দুল কাদের দরবেশ বাড়ির নূর-আলমের পুত্র ।
রনির লাশ উদ্ধার করার পরে তার বাবা নূর-আলম তার হাতের ঘড়ি দেখে তার সন্তানের লাশ বলে সনাক্ত করেন।
নিহত রনির পিতা নূর-আলম সাংবাদিকদের জানান , গত শুক্রবার বিকেলে রনি বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়েছে। ওইদিন আর বাড়ি ফিরেনি। বিভিন্নস্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মিলেনি। শনিবার সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। যার ডায়েরি নং- ৬১৮/২৩,
লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ্ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম ।
ঘটনাস্থলে পরিদর্শনে আসেন, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। লাশ উদ্ধারের বিষয় জানতে চাইলে পুলিশ সুপার বলেন , ৪দিন আগে রনি নিখোঁজ হন। এ ঘটনায় একটি থানায় ডায়েরি করা হয়েছে। সেই পেশায় অটোরিকশা চালক। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তদন্ত ছাড়া বলা যাবে না। তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।