ভিবি নিউজ ডেস্কঃ-লক্ষ্মীপুরের দালালবাজার ইউনিয়ন এলাকা থেকে বায়ান্ন পিচ ইয়াবা ট্যাবলেটসহ সোমবার এক মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জহির পাটোয়ারী জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাইচা এলাকার লাল মিয়া পাটোয়ারী বাড়ীর মৃত আরশাদ পাটোয়ারির পুত্র।
পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ একেএম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় উপ পরিদর্শক মোঃ নুরুল ইসলাম, সহকারী উপ পরিদর্শক মোঃ সেলিম মিয়াসহ একটি ইউনিট লক্ষ্মীপুর সদর থানার দালাল বাজার ইউনিয়ন এলাকায় ১৯ এপ্রিল সোমবার সন্ধার পরে অভিযান চালায়। এসময় ৫২ (বায়ান্ন) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ জহির পাটোয়ারী (৪৯) কে হাতে হাতে গ্রেফতার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৩টি মামলা বিচারাধীন আছে।