সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রামগঞ্জ প্রেস ক্লাবের প্রতিবাদ

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রামগঞ্জ প্রেস ক্লাবের প্রতিবাদ

বিশেষ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে ২ নভেম্বর সোমবার দুপুরে রামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এর অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি এসএম বাবরের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনে এতে বক্তব্যে রাখেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মনির হোসেন বাবুল, প্রেস ক্লাবের সহ-সভাপতি খালেদ মাহমুদ ফারুক, হুমায়ন কবির পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন বাচ্চু, সিনিয়র সাংবাদিক পাটোয়ারী হোসেন শরীফ, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমরান হোসেন পাটোয়ারী, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক হালিম খান লিটন, কার্যনিবাহী কমিটির সদস্য মাসুদ রানা মনি, আব্দুল আউয়াল পাটোয়ারী, সাধারণ সদস্য ইব্রাহিম মিয়া, আমির হোসেন আমু, আমিনুল ইসলাম মুকুল, সাংবাদিক জাকির হোসেন সুমন সহ প্রমূখ।

বক্তরা বলেন, দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক-প্রকাশক ও রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মিজানুর রহমান মুকুল সহ জেলার ৪ সাংবাদিকের বিরুদ্ধে রায়পুর পৌর মেয়র বাদী হয়ে থানায় গত ৩১ অক্টোবর শনিবার মামলা দায়ের করেন।
বক্তরা জানান, মেয়র একজন জনপ্রতিনিধিও প্রভাবশালী রাজনীতিবিদ হওয়ায় ক্ষমতার দাপটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। একজন জনপ্রতিনিধি হয়ে সংবাদের প্রতিবাদ না দিয়ে পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা উদ্দেশ্য প্রনোদিত বলে আমাদের কাছে মনে হয়।

তারা আরো বলেন, মেয়র মামলাটি প্রত্যাহার না করলে দুই-একদিনের মধ্যে জেলার সাংবাদিকবৃন্দ তাঁর বিরুদ্ধে কঠোর কর্মসূচী দিতে বাদ্য হবে। ইতিমধ্যে পৌরসভা দায়িত্ব গ্রহনের পর হতে তাঁর বিরুদ্ধে স্বজন-প্রীতি, আর নদী দখলসহ নানানরকম দুর্নীতির বিষয় গুলো মিডিয়া তুলে ধরা হবে।

উল্লেখ্য, লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদী দখল প্রসঙ্গে স্হানীয় দৈনিক বাংলার মুকুল পত্রিকায় সংবাদ ছাপানোর কারনে চার সাংবাদিকের বিরুদ্ধে ৩১ অক্টোবর শনিবার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্হানীয় পৌর মেয়র মো. ইসমাইল খোকন বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি দায়ের করেন। ২৯/৩১/৩৬ ধারায় ডিজিটাল নিরাপত্তা আইনে (৩২ নং) মামলা করা হয়।