বিশেষ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে ২ নভেম্বর সোমবার দুপুরে রামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এর অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এসএম বাবরের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনে এতে বক্তব্যে রাখেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মনির হোসেন বাবুল, প্রেস ক্লাবের সহ-সভাপতি খালেদ মাহমুদ ফারুক, হুমায়ন কবির পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন বাচ্চু, সিনিয়র সাংবাদিক পাটোয়ারী হোসেন শরীফ, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমরান হোসেন পাটোয়ারী, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক হালিম খান লিটন, কার্যনিবাহী কমিটির সদস্য মাসুদ রানা মনি, আব্দুল আউয়াল পাটোয়ারী, সাধারণ সদস্য ইব্রাহিম মিয়া, আমির হোসেন আমু, আমিনুল ইসলাম মুকুল, সাংবাদিক জাকির হোসেন সুমন সহ প্রমূখ।
বক্তরা বলেন, দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক-প্রকাশক ও রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মিজানুর রহমান মুকুল সহ জেলার ৪ সাংবাদিকের বিরুদ্ধে রায়পুর পৌর মেয়র বাদী হয়ে থানায় গত ৩১ অক্টোবর শনিবার মামলা দায়ের করেন।
বক্তরা জানান, মেয়র একজন জনপ্রতিনিধিও প্রভাবশালী রাজনীতিবিদ হওয়ায় ক্ষমতার দাপটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। একজন জনপ্রতিনিধি হয়ে সংবাদের প্রতিবাদ না দিয়ে পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা উদ্দেশ্য প্রনোদিত বলে আমাদের কাছে মনে হয়।
তারা আরো বলেন, মেয়র মামলাটি প্রত্যাহার না করলে দুই-একদিনের মধ্যে জেলার সাংবাদিকবৃন্দ তাঁর বিরুদ্ধে কঠোর কর্মসূচী দিতে বাদ্য হবে। ইতিমধ্যে পৌরসভা দায়িত্ব গ্রহনের পর হতে তাঁর বিরুদ্ধে স্বজন-প্রীতি, আর নদী দখলসহ নানানরকম দুর্নীতির বিষয় গুলো মিডিয়া তুলে ধরা হবে।
উল্লেখ্য, লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদী দখল প্রসঙ্গে স্হানীয় দৈনিক বাংলার মুকুল পত্রিকায় সংবাদ ছাপানোর কারনে চার সাংবাদিকের বিরুদ্ধে ৩১ অক্টোবর শনিবার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্হানীয় পৌর মেয়র মো. ইসমাইল খোকন বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি দায়ের করেন। ২৯/৩১/৩৬ ধারায় ডিজিটাল নিরাপত্তা আইনে (৩২ নং) মামলা করা হয়।