লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী :- করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় জেলাপ্রশাসন লক্ষ্মীপুর কর্তৃক পরিচালিত পেশেন্ট সার্পোট ফান্ড(পি,এস,আই) এর উদ্যোগে ৫ টি উপজেলায় ৩৫ টি অক্সিজেন সিলিন্ডার ও পালস্ অক্সিমিটার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সুযোগ্য জেলাপ্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড, এএইচএম কামারুজ্জামান ও সিভিল সার্জন মোঃ আব্দুল গফফার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম।
অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য জাকির হোসেন ভূঁইয়া আজাদ।
উল্যেখ্য প্রাক্তন জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী সাহেবের হাতে গড়া এই সংগঠনটির ৪ আগষ্ট অক্সিজেন সিলিন্ডার ও পালস্ অক্সিমিটার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাসুম। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব। রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া।রুহুল আমিন মাস্টার সহ প্রমূখ।