মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ১১ বছরের সাজাপ্রাপ্ত আট মামলার এক আসামিকে সোমবার গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ জহিরুল ইসলাম ওরফে জহির (৪৮) সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব গঙ্গাপুর এলাকার মোঃ নুরুল ইসলামের পুত্র।
পুলিশ সুত্র জানায়, সদর থানার দালাল বাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক মোঃ শাহজাহান গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুন গভীর রাতে আসামির বাড়িতে অভিযান চালায়। এসময় সদর থানার ৩৯৫/১৭ এর মাদক মামলায় ১১ বছর সাজা প্রাপ্ত আট মামলার পলাতক আসামি মোঃ জহিরুল ইসলাম ওরফে জহিরকে গ্রেপ্তারের পর সোমবার আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে জানতে চাইলে দালাল বাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক মোঃ শাহজাহান মুঠোফোন এ প্রতিবেদককে বলেন, জেলা পুলিশ সুপারের দায়িত্বরত অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ড. এএইচএম কামরুজ্জামান স্যারের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ মো মোস্তফা কামালে নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুন গভীর রাতে দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ বছরের সাজাপ্রাপ্ত আট মামলার পলাতক আসামি মোঃ জহিরুল ইসলাম ওরফে জহিরকে গ্রেপ্তার করি। পরে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।