ভিবি নিউজ ডেস্কঃ
এডাব লক্ষ্মীপুর জেলা শাখার সাধারন সভা ৪ নভেম্বর ২০২০ ইং মোঃ হোসেন চৌধুরীর সভাপতিত্বে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়।
এসময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডাব জেলা শাখার সকল সদস্য এনজিও সংস্থার নির্বাহি পরিচালক গন ,পারভীন হালিম সদস্য সচিব এডাব লক্ষ্মীপুর,
নুরমোহাম্মদ সহসভাপতি এডাব, লক্ষ্মীপুর। প্রধান বক্তা হিসাবে জনাব শামছুল আলম লিটু সাবেক সভাপতি এডাব লক্ষ্মপুর সহ সকল সদস্যগনের উপস্থিতিতে পরিপূর্ণ এক আলোচনা সভা হয় বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
অনুষ্ঠানে সভার সভাপতি সহ সকল বক্তরা বলেন এডাব লক্ষ্মীপুর জেলায় তৃনমুল পর্যায়ে নিরিহ অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা, আত্বকর্মসংস্থান সৃষ্টি,দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ও জল বায়ু প্রতিরোধে কায্যক্রমে স্বেচ্ছায় অলশগ্রহন,কভিট ১৯ (করোনা) থেকে সচেতন ও প্রতিকার ও প্রতিরোধে সকলে নিরালস ভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে বলে সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।সভাপতি আরো বলেন লক্ষ্মীপুর জেলা শাখা আরো একটিভ ও গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্য বাড়ানো হবে ২০২১/২২ সালে এডাব আরো শক্তি সঞ্চয় করে লক্ষ্মীপুর জেলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেচ্ছাসেবী হিসাবে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলে ১৭টি এজেন্ডা বাস্তবায়নে অংশ গ্রহন করবে। সকল সদস্যদের সকল কাজে স্বেচ্ছায় উপস্থিত থেকে সাংগঠনিক কাঠামোকে আরো শক্তশালি করে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।