সংবাদ শিরোনামঃ
মানবতার সেবক নিউজিল্যান্ডের অধিবাসী ৭৪ বছর বয়সী ডাক্তার এড্রিক বেকার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে মোহাম্মদ নুরজ্জামানের যোগদান লক্ষ্মীপুরে কর্মী ও জনবান্ধব নেতা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন লক্ষ্মীপুরের কমলনগরে জনপ্রিয়তার শীর্ষে আ’লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঘোষণা শ্রেষ্ঠ ওসি মোসলেহ্ উদ্দিন,শ্রেষ্ঠ টিআই সাজ্জাদ কবির বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক চট্রগ্রাম উত্তর জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আবশ্যক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকা বাসির দাবী লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের ৫১ তম জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী পশ্চিম লক্ষ্মীপুরের কবির হোসেন কে হুমকি ধমকি দেওয়ায় রুবেল পাটোয়ারী গং দের বিরুদ্ধে সাধারন ডায়রি লক্ষ্মীপুরে মোখার পরিস্থিতি অবলোকনে উপকূলীয় অঞ্চলে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ লক্ষ্মীপুরে ডাবল মার্ডার মামলায় জিহাদীকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সুপারের প্রেস  ব্রিফিং রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে বিকাশ সরকার কে রক্তাক্ত জখম করার বিষয়ে সোহাগের বিরুদ্ধে থানায় অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ছোট ভাইয়ের বৌকে যৌন হয়রানি করার বিরুদ্ধে ভাসুর দীপনেরৃ প্রতিবাদ
লক্ষ্মীপুরে হীরামনি ধর্ষন ও হত্যার প্রতিবাদে ডিসি-এসপি বরাবরে ১৩ সংগঠনের স্বারকলিপি

লক্ষ্মীপুরে হীরামনি ধর্ষন ও হত্যার প্রতিবাদে ডিসি-এসপি বরাবরে ১৩ সংগঠনের স্বারকলিপি

মিজানুর শামীম: লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী হীরামনিকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ডিসি-এসপি বরাবরে স্বারকলিপি দেয়া হয়েছে। আজ ২৪ জুন বুধবার সদর উপজেলার পশ্চিম অঞ্চলের ১৩টি সামাজিক সংগঠনের উদ্যোগে স্কুলছাত্রী হীরামনি ধর্ষন ও হত্যার প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবীতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার অফিসে গিয়ে লিখিতভাবে এই স্বারকলিপি দেয়া হয়।

বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ স্বারকলিপিতে মেধাবী ছাত্রী হিরামনিকে নিজগৃহে দিনের বেলায় ধর্ষনের পর হত্যার ঘটনায় গভীর মর্মাহত, শঙ্কিত ও উদ্বিগ্ন জানানো হয়। এবং এ ঘটনায় জড়িত অপরাধীদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।


স্বারকলিপি দেয়া সংগঠন গুলো: ১-আব্দুল্লা আল মামুন, সাহিত্য বাসর, দালাল বাজার, ২-রেদওয়ান মাহমুদ সাইমুন, ইয়ুথ ফর বেটার সােসাইটি। ৩- অহিদুল ইসলাম, করিতলা বহুমূখী সংঘ। ৪- শামিম আহমেদ, হিউম্যান ব্লাড ডােনার্স ক্লাব। ৫- আবিদ হাসান রুবেল, পূর্ব নন্দনপুর তরুণ ক্রিড়া সংঘ। ৬- মো জাহিদ, দক্ষিণ হামছাদী ইউনিয়ন, অনলাইন ফোরাম। ৭- মোঃ সিরাজুল ইসলাম মনির, জাগ্রত যুব সংঘ- মোঃ সিরাজুল ইসলাম মনির। ৮-মাহবুব হাসান অভি, দালাল বাজার তারুণ্য সংঘ। ৯- জাহিদ রাকিব, নবারুন ফাউন্ডেশন। ১০- তামিম হোসাইন, নন্দনপুর হিলফুল ফুজুল শান্তি সংঘ। ১১- শহীদ উল্লাহ সোহেল, বিং এডুকেটেড। ১২- শাজ্জাদ হোসাইন, লাইফ এইড বাংলাদেশ।১৩- হাসিবুর রহমান মাজেদ, অল ইয়ুথ সােসাইটি- হাসিবুর রহমান মাজেদ।

উল্লেখ্য, গত ১২ জুন শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে নিজ ঘরে একা পেয়ে দিনে-দুপুরে ধর্ষণের পর শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ লোমহর্ষক ঘটনার পর থেকে সারাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
স্কুলছাত্রী হীরামনি একই গ্রামের অসুস্হ হারুনুর রশিদের কন্যা। ক্যান্সারে আক্রান্ত হারুন ঐ দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাতে ছোটো দুই ভাইবোনকে নিয়ে তার মাও তখন ঢাকাতে ছিলো। হীরামনি শুক্রবার সকালে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আসে। পরদিন শনিবার তারও ঢাকা যাওয়ার কথা ছিল।