সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরে হীরামনি ধর্ষন ও হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্থানীয়দের মানববন্ধন

লক্ষ্মীপুরে হীরামনি ধর্ষন ও হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্থানীয়দের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ভি বি রায় চৌধুরী-লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাইস্কুলের ৯ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে আজ ১৭ জুন বুধবার সকালে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় জাহানাবাদ গোল্ডেন বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এলাকার প্রায় দুই শতাধিক যুব সমাজ এ মানববন্ধনে অংশগ্রহন করে। এ মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় পূর্বহাসন্দী একতা যুব সংঘ অংশগ্রহন করে।

মানববন্ধন থেকে বক্তারা মেধাবী ছাত্রী হিরা মনির ধর্ষকদের অতিদ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এতে তারা আরোও বলেন, যতক্ষন পর্যন্ত হিরামনির ধর্ষক ও হত্যাকারীদের আইনের আওতায় না আনা হচ্ছে ততোক্ষন পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন।
এসময় উপস্থিত ছিলেন, জাহানাবাদ গোল্ডেন বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি উজ্জ্বল চৌধুরী, সাধারন সম্পাদক আরিফুর রহমান, সহ-সভাপতি জাফর আহম্মদ, ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন শুভ, কেষাধ্যক্ষ ফারুখ গাজী, সদস্য রিজু, মামুন জুয়েল, হৃদয়, অর্পন, মাজেদ, হিমেল, তানভীর, নাহিদ প্রমূখ।

উল্লেখ্য, গত ১২ জুন শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে ঘরে একা পেয়ে দিনে-দুপুরে ধর্ষণের পর শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ লোমহর্ষক ঘটনায় সারাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
স্কুলছাত্রী একই গ্রামের হারুনুর রশিদের মেয়ে। ক্যান্সারে আক্রান্ত বাবাকে নিয়ে তার মা ও ছোট দুই ভাইবোন তখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। হিরামনিও শুক্রবার সকালে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে এসেছিল।