ভিবি নিউজ ডেস্ক:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বানে সকল জেলা উপজেলায় এবং ১৫০টি দেশে একযোগে গণঅনশন, গণ অবস্থান বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শারদীয় দূর্গোৎসবের সময় ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশকে হিন্দুশুন্য করার পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, খুন ধর্ষন, অগ্নি সংযোগ, লুটপাটের মতো জঘন্য ঘটনা ঘটায়।
সংগঠনের থেকে দাবী উত্থাপন করা হয়, ২লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময় এবং ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা ৭২ সংবিধানে ফিরে যেতে হবে।
সর্বোচ্চ শাস্তির বিধান রেখে অবিলম্বে সংখ্যা লঘু সুরক্ষা আইন পাশ করে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করতে হবে।
সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন ও বাস্তবায়ন করতে হবে।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য আলাদা ফাউন্ডেশন গঠন করতে হবে।
অতীতে ঘটে যাওয়া সকল ঘটনার সঠিক তদন্ত ক্রমে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিস্পত্তি করতে হবে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সকলস্তরে শুধুমাত্র হিন্দু ধর্মীয় জনবল নিয়োগ দিতে হবে।
হিন্দুদের মঠ মন্দিরের বেদখলকৃত সম্পত্তি অনতিবিলম্বে ফেরৎ দিতে হবে।
ধর্মীয় উষ্কানি মুলক বক্তব্য সকল স্তরে বন্ধ করতে হবে। উষ্কানিদাতাদের ধর্মীয় পরিচয় বিবেচনা না করে বিচার করতে হবে।
দেবোত্তর সম্পত্তি আইন পাশ করতে হবে এবং দেবোত্তর বোর্ড গঠন করতে হবে।
৭১ সনের জনসংখানুপাতে সরকারের সকলস্তরে, রাজনৈতিক দলের সকল কমিটিতে নিয়োগ ও পদায়ন করতে হবে।