সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরে সাবেক প্রধান শিক্ষক মতি বাবুর স্ত্রী প্রনতি রানীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে সাবেক প্রধান শিক্ষক মতি বাবুর স্ত্রী প্রনতি রানীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

মিজানুর শামিম-লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদীর নন্দনপুর গ্রামের কৃতি সন্তান ও স্থানীয় রাখালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু মতিলাল দেব নাথের সহধর্মিনী প্রনতি রাণী দেবী গত ৬ জুলাই ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ছিলেন।

সদ্য পরলোকগত প্রনতি রানী দেবীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে লক্ষ্মীপুরের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শোক জানানোর খবর পাওয়া গেছে।
স্থানীয় নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ওসমান মাস্টার বলেন, প্রনতি রানী দেবী ম্যাডাম খুব অমায়িক ছিলেন ও শিক্ষক হিসেবেও যথেষ্ট মেধা ছিলো তার, তিনি আমার সরাসরি শিক্ষক। উনার মৃত্যুতে আমরা স্হানীয় এলাকাবাসী শোকাহত।

তার মৃত্যুতে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী গভির শোকপ্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া আরো শোক জানান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা, পুজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা। ভিবিনিউজঅনলাইন24.com এর সকল সাংবাদিক ও এর কলা কুশলীবৃন্দ।

জানা গেছে, সদ্যমৃতা প্রনতি রানী দেবীর জ্যেষ্ঠ পুত্র শ্যামল কুমার নাথ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (Add. DIG) হিসেবে কর্মরত। দ্বিতীয় পুত্র বাদল কুমার নাথ এফসিএ NRB ব্যাংকের CFO হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট ছেলে বিপুল কুমার নাথ One Bank প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্বরত আছেন। একমাত্র মেয়ের জামতা নিপেন্দ্র চন্দ্র দেব নাথ উজবেকিস্তান বাংলাদেশ দূতাবাসের ডিপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন। তাছাড়া সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথের ছোট বোন ছিলেন তিনি।
উনি রত্নগর্ভা মা হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।