-লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্থার সম্মনীত সদস্য ও এ্যাডাবের জেলা সভাপতি- মোঃ হোসেন চৌধুরী কে হেনস্তাকারি দিপন কারাগারে।
লক্ষ্মীপুর সদর চর রুহিতা চরলামছি গ্রামের মৃত সোলেমান হায়দার এর ছেলে তোফিকুল হায়দার দিপন নারি কেলেঙ্কারি ঘটনায় প্রতিবাদ করায় একই এলাকার গণমাধ্যম কর্মী মোঃ হোসেন চৌধুরী কে মারধর ও হেনস্তা করায় তিনি বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা করেন। উক্ত মামলায় ১ নং আসামী তোফিকুল হায়দার দিপন গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ ইং আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান বলে আদালত সূত্রে জানা যায়।
উল্লেখ্য এই দিপন তার আপন ছোট ভাই মালোশিয়া প্রবাসী অরুন এর স্ত্রী খাদিজা বেগম (৩৩) কে বেশ কিছুদিন থেকে অনৈতিক সর্ম্পক করার প্রস্তাব দেয় ্রস্তাবে াজি না হওয়ায় তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানুষিক নির্যাতন করে থাকে। গত ৩/৪ মাস পুর্বে খাদিজার মেয়ে এস এস সি পরীক্ষার্থী আকলিমা( ১৭) এর সামনে দিপন কতৃক শারিরিক যৌন হয়রানির অপচেষ্টাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এর নিকট একটি অভিযোগ দাখিল করে খাদিজা বেগম, জেলা প্রশাসক
লক্ষ্মীপুর পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য লিখিত চিঠি প্রদান করেন। উক্ত বিষয়টি জনতার কন্ঠ অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার ঘটনার সত্যতা উদঘাটন করে অনলাইনে নিউজ করে থাকে । অনলাইনে নিউজ করাকে কেন্দ্র করে অভিযুক্তকারি দিপন, দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি মো: হোসেন চৌধুরীকে সন্দেহ করে, দিপন, হারুন সহ আরো কয়েক জন মিলে লক্ষ্মীপুর চররুহিতা ইউনিয়নের রসুলগন্জ বাজারে তাহাকে হত্যার লক্ষে গলা টিপে রড, দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করলে লক্ষ্মীপুর সদর থানায় জিআর ৩১০/২০২৩ মামলা দায়ের হয়। ঐ মামলায় গত ১৯/ ৯/২৩ জামিন চাইলে আদালত জামিন না মন্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরন করেন।