সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুরে সাংবাদিকে হেনস্তাকারি দিপন কারাগারে

লক্ষ্মীপুরে সাংবাদিকে হেনস্তাকারি দিপন কারাগারে

-লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্থার সম্মনীত সদস্য ও এ্যাডাবের জেলা সভাপতি- মোঃ হোসেন চৌধুরী কে হেনস্তাকারি দিপন কারাগারে।

লক্ষ্মীপুর সদর চর রুহিতা চরলামছি গ্রামের মৃত সোলেমান হায়দার এর ছেলে তোফিকুল হায়দার দিপন নারি কেলেঙ্কারি ঘটনায় প্রতিবাদ করায় একই এলাকার গণমাধ্যম কর্মী মোঃ হোসেন চৌধুরী কে মারধর ও হেনস্তা করায় তিনি বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা করেন। উক্ত মামলায় ১ নং আসামী তোফিকুল হায়দার দিপন গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ ইং আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান বলে আদালত সূত্রে জানা যায়।
উল্লেখ্য এই দিপন তার আপন ছোট ভাই মালোশিয়া প্রবাসী অরুন এর স্ত্রী খাদিজা বেগম (৩৩) কে বেশ কিছুদিন থেকে অনৈতিক সর্ম্পক করার প্রস্তাব দেয় ্রস্তাবে াজি না হওয়ায় তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানুষিক নির্যাতন করে থাকে। গত ৩/৪ মাস পুর্বে খাদিজার মেয়ে এস এস সি পরীক্ষার্থী আকলিমা( ১৭) এর সামনে দিপন কতৃক শারিরিক যৌন হয়রানির অপচেষ্টাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এর নিকট একটি অভিযোগ দাখিল করে খাদিজা বেগম, জেলা প্রশাসক
লক্ষ্মীপুর পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য লিখিত চিঠি প্রদান করেন। উক্ত বিষয়টি জনতার কন্ঠ অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার ঘটনার সত্যতা উদঘাটন করে অনলাইনে নিউজ করে থাকে । অনলাইনে নিউজ করাকে কেন্দ্র করে অভিযুক্তকারি দিপন, দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি মো: হোসেন চৌধুরীকে সন্দেহ করে, দিপন, হারুন সহ আরো কয়েক জন মিলে লক্ষ্মীপুর চররুহিতা ইউনিয়নের রসুলগন্জ বাজারে তাহাকে হত্যার লক্ষে গলা টিপে রড, দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করলে লক্ষ্মীপুর সদর থানায় জিআর ৩১০/২০২৩ মামলা দায়ের হয়। ঐ মামলায় গত ১৯/ ৯/২৩ জামিন চাইলে আদালত জামিন না মন্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরন করেন।