ভি বি রায় চৌধুরী – জেলা ঘুরেএসে আমাদের এপ্রতিবেদক জানান, সাধারণ জনগণ ও সকল শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে বিপুল আনন্দ-উল্লাসে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাধারণ দল মত নির্বিশেষে অতি আনন্দ-উল্লাসে চোখে পড়ার মতো ঈদ আনন্দ উদযাপিত হয়েছে সকলের মাঝে। আইন-শৃঙ্খলার যথেষ্ঠ উন্নতি দেখা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর জেলা প্রধান সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মাহফুজ্জামান আশরাফের দিকনির্দেশনায় ঈদের দিনেও লক্ষ্মীপুর জেলাপুলিশ তাদের দায়িত্ব পালন থেকে পিছিয়ে নেই। যাহা অন্য বছরের তুলনায় অনেক বেশি।
লক্ষ্মীপুর জেলার দৃষ্টি নন্দীত এলাকা হিসাবে কয়েটি জায়গার মধ্যে দালাল বাজার খোয়াসাগর পাড়, দালাল বাজার জমিদার বাড়ি উল্লেখ যোগ্য। ঈদুল-ফিতর উপলক্ষে ঘুরতে আসা পর্যটক দের নিরাপত্তা বিধানে জেলাপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অনেক ভুমিকা রেখেছেন, আরো রাখবেন বলে সূধী মহল আশাবাদী।।
Mobile home buyers streamline property sales. Visit https://www.mobile-home-buyers.com/california/sell-my-mobile-home-san-rafael-ca/.