ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর মস্তান মসজিদ এলাকায় ১৩ নভেম্বর সকালে চা দোকানদার মোঃ আলমগীর হোসেন কে একই এলাকার তোফায়েল আহম্মদের পুত্র শিপাত হোসেন মাথায় আঘাত করায় মারাত্মক জখমী অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেন। যাহার চিকিৎসা পত্র নং ৮১১৩/২ তারিখ ১৩ /১১/২০২১ ইং। জানাযায় এই বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি অভিযোগ পত্র দাখিল হয়।
লক্ষ্মীপুর সদর থানা ও অভিযোগ কারি সূত্রে আরো জানাযায়, ১৩ নভেম্বর সকালে অভিযোগ কারি প্রতিদিনকার মতো পশ্চিম লক্ষ্মীপুর মস্তান মসজিদ এলাকায় তার বাড়ির সামনে নিজ দোকানে নাস্তার জন্য পরোটা বানাচ্ছিলো। তখন বিবাদি মোঃ শিপাত হোসেন নাস্তা খাওয়ার জন্য আলমগীরের দোকানে আসে এবং পরোটা ও ভাজি নেয়। পরবর্তীতে তিন -চার বার শিপাত নিজহাতে ভাজি নেওয়াকে কেন্দ্র করে দোকানি ও শিপাতের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিযোগে আরো জানাযায় পূর্বপরিকল্পিত ভাবে শিপাত হোসেন এই হেন ঘটনা সৃষ্টি করায় ভুক্তভুগির মাথায় তিন সেলাই করতে হয়েছে।