সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুরে শতবর্ষী নারীর লাকড়ির ঘরে আগুন থানায় অভিযোগ

লক্ষ্মীপুরে শতবর্ষী নারীর লাকড়ির ঘরে আগুন থানায় অভিযোগ

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী : লক্ষ্মীপুরের সদর উপজেলার ৪ নং চররোহিতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড, রৌশন মাঝির বাড়িতে শতবর্ষী নারী আশ্রাফি খাতুনের পুত্র ছিদ্দিক উল্যার বসত বাড়ির লাকড়ি ও ছাগলের ঘরে ১৪ জুলাই ২০২২ ইং গভির রাতে আগুন লাগার খবর পাওয়া যায়।
সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান, থানায় অভিযোগ কারি ছিদ্দিক উল্যা(৭২) বলেন দীর্ঘদিন যাবৎ বিবাদী আবদুল মান্নান(৪৫) গংদের সাথে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই পরিপ্রেক্ষিতে উক্ত বিবাদী গণ বিভিন্ন সময়ে আশ্রাফি খাতুনের পুত্র ছিদ্দিক উল্যার পরিবারভুক্ত লোকজনকে হুমকি ধমকি এমনকি প্রানে হত্যা করার পায়তারা করে বলে জানান। তিনি আরো বলেন আবদুল মান্নান আমার মালিকীয় ওয়ারীশীয় সম্পত্তিতে থাকা গাছপালা কাটিয়া বিনষ্ট করে। আমার মালিকিয় ও দখলীকৃত চরমন্ডল মৌজার ২০৫২ দাগ, ৪৮ খতিয়ান ভুক্ত ৪০ শতাংশ জমির অন্দরে ৬ শতাংশ জমিন নিয়ে এই বিবাদের সূত্রপাত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন আজ প্রায় দুই বছর যাবৎ আমি একটি টিনের ঘর করার জন্য যাবতীয় ব্যাবস্থা করে ঘরের চাল খিল্লে এই আবদুর মান্নান সহ তার অপরাপর ভাইরা মিলে আমাকে আমার বসত বাড়িতে ঘর করতে দেয়নি। যার কারনে খিলা চৌচালা টিনের ঘরটি বৃষ্টিতে ভিজে রোদে শুকায়ে মরিচা ও কাঠে ঘুনে ধরে প্রায় একলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি এলাকার চেয়ারম্যান সহ অনেকেরই জানা আছে।
ঘটনার দিন ১৪ জুলাই ২০২২ ইং তারিখে আমরা ঘুমাই রাত ৯ টার দিকে। উক্ত বিবাদীগন সু-কৌশলে রাত আনুমানিক ১ টার দিকে বাড়ির লোকজনের অগোচরে আমার লাকড়ির ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আমার ৫০ মন লাকড়ি, ১ টি সাইকেল ও একটি ছাগল পুড়ে গুরুতর আহত হয়। প্রকাশ থাকে যে উক্ত ছাগলের ২ টি বাচ্চাও ছিলো ঐ ঘরে। পরবর্তীতে ছাগলের চেঁচামেচি শুনতে পাইয়া ঘুমথেকে জাগিয়া ঘটনাস্থলে গেলে আবদুল মান্নান গংরা আমাদের দেখিতে পাইয়া দ্রুত পালাইয়া যায়। আমাদের শোর চিৎকারে বাড়ির অন্যান্য লোকজনসহ আসিয়া সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভাই। এরই মধ্যে সব জলেপুড়ে একাকার হয়ে গেছে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের জানাইয়া লক্ষ্মীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করি।

এই বিষয়ে অভিযুক্ত আবদুল মান্নানের নিকট জানতে চাইলে তিনি আমাদের জানান ছিদ্দিক উল্যা গংরা আমাকে ফাঁসানোর জন্য নিজেরা ঘরে আগুন লাগিয়ে থানায় অভিযোগ করেছে। তিনি আরো বলেন একই দিন রাত আনুমানিক ৩ টার দিকে আমার পাক ঘরেও আগুন লাগে। আপনার ঘরে আগুন লাগার বিষয়ে প্রশাসনকে অবহিত করেছেন কিনা জানতে চাইলে আবদুল মান্নান বলেন এলাকায় সমজতা হওয়ার আশ্বাসে তিনি প্রশাসনকে জানান নি।
এই বিষয়ে ছিদ্দিক উল্যার আনিত অভিযোগের প্রেক্ষিতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক দায়ীত্ব প্রাপ্ত তদন্ত কর্মকর্তা দালালবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী -পুলিশ পরিদর্শক মোঃ শাহজাহানের নিকট জানতে চাইলে তিনি বলেন,সরজমিনে গিয়েছি সকল আলামত প্রত্যক্ষ করেছি।