লক্ষ্মীপুরে লকডাউনে গৃহবন্দী অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন হিরন ম্যাম্বার

ভিবি নিউজ-লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়নে সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাস সঙ্কটে স্থবির হয়ে পড়া জনগণের পাশে খাদ্য সামগ্রী নিয়ে এসে দাড়িয়েছেন স্থানীয় ইউপি ম্যাম্বার ফিরোজ আলম হিরন।

জানাযায় লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ ইমরান ও পরিবারকে ১৬ প্রকারের খাদ্য সামগ্রী দিলেন উক্ত ওয়ার্ড এর মেম্বার ফিরোজ আলম হিরন। আরো জানা যায় আব্দুর রশিদ বিগত আট দিন আগে এক প্রতিবেশী কে মোটরসাইকেল বহরে ঢাকা নিয়ে যান, আসার সময় ঢাকা থেকে তার মেয়েকে সঙ্গে করে বাড়ীতে নিয়ে আসেন, বিষয়টি এলাকায় আলোড়িত হওয়ায় তাৎক্ষণিক এলাকাবাসী স্থানীয় ইউপি মেম্বার ফিরজ আলাম হিরন এবং গ্রাম পুলিশ সাকায়েত উল্লাহ কে অবগত করায়। পরবর্তীতে গ্রাম পুলিশ সাকায়েত উল্লাহ এসে উক্ত পরিবারকে ১৫ দিন পর্যন্ত লক ডাউনে থাকার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্দেশনা মোতাবেক চলতে অবহিত করেন। এর পর পরেই ইউনিয়ন পরিষদের মেম্বার ফিরজ আলাম হিরন খাদ্যসামগ্রী দিয়ে যান । আরও জানা যায় এর আগে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা এই পরিবারের সদস্যদের মাঝে দৈনিক সবুজ জমিন পত্রিকার প্রকাশ ও সম্পাদক আফজাল হোসেন সবুজের মাধ্যমে ত্রাণ সামগ্রী দিয়েছেন, এছাড়া ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল পরিবারকে খাদ্য সহায়তা করছেন বলে লকডাউনে আটকে পড়া গৃহবন্দী পরিবার আমাদের এপ্রতিবেদক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *