ভিবি নিউজ ডেস্ক: আতঙ্কিত করোনাভাইরাস (কোভিড -১৯) এর বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আরোপিত বিধি-নিষেধ প্রতিপালনে লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশনা মোতাবেক সদর উপজেলার জকসিন বাজার, মান্দারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুম।
এ সময় সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ অমান্য করায় বিভিন্ন আইনে ১১ টি মামলায় ২৭,৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যম কে নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম। তিনি আরো বলেন এ বৈশ্বিক মহামারী পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবিনয়ে অনুরোধ জানান।