সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুরে রুপার ফপ্পরে প্রবাসী মহসিন পরিবার দিশেহারা

লক্ষ্মীপুরে রুপার ফপ্পরে প্রবাসী মহসিন পরিবার দিশেহারা

  1. ভিবি নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের বাসিন্দা  প্রবাসী মহসিন  কে স্বামি বানানোর টার্গেট করে নিবিড় সম্পর্ক, অতপর বিয়ে করে অর্থ হাতিয়ে নেওয়া এবং স্বামি বিদেশ এই সুযোগে দেশের উঠতি বয়সের ছেলেদের সাথে বেপরোয়া চলাফেরা করাই রুপা নামে এক বিবাহিত নারির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে প্রবাসি মোহশিনকে নিয়ে উধাও হওয়া রুপা নামের এক বিবাহিত মহিলার বিরুদ্ধে।

    এর আগে জসিম নামে এক প্রবাসীর সাথে বিবাহ বন্ধনে ছিলেন ১০/১২ বছর। জসিমকে নিয়ে কয়েক বছর সোদি আরবে আনন্দ ফুর্তি করেন রুপা। সেখান থেকে বেশ অর্থ হাতি নিয়ে শশুর বাড়ীতে না গিয়ে নিজ বাবার বাড়ীতে পাড়ী জমান রুপা। বাবা শাহজাহান বিদেশে, মা একা, অনিয়ন্ত্রিত চলাফেরা, ডাক দেয়ার মতো কেউ নেই। এই সুযোগটা কাজে লাগায় এই রুপা নামের মেয়েটি। 
    এবার বাবার বাড়ীতে ইব্রাহিমের ছেলে প্রবাসি মোহশীনকে টার্গেট করে। ইন্টারনেটের মাধ্যমে মাঝে মধ্যে কথোপকথনে মোহশিনকে কাবু করে প্রতারণার ফাঁদে ফেলে রুপা। সোদি থেকে মোহশীন আসার পরপরই মোহশীনকে নিয়ে উধাও হয় সবার অজান্তে ।
    শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলা দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে ৩নং ওয়ার্ডে জমদ্দার বাড়ীতে এই ঘটানাটি ঘটেছে ।
    রুপার পিতা মোহাম্মদ শাহাজাহান এবং মোহশিন পিতা মৃত: ইব্রাহিম, তারা একই বাড়ীর বাসিন্দা।

    এদিকে প্রবাস ফেরত ছেলে মোহশিন বিবাহিত নারি রুপার পরকিয়ায় আসক্ত হওয়ায় খবর শুনে বিধবা মায়ের কান্নায় আহজারিতে অসুস্থ হয়ে বিছানায় কাতর ।

    প্রবাসি মোহশিনের মা বলেন, আমার ছেলে মোহসিন সৌদি থেকে এসেছে ৫/৬দিন হয়েছে। ছেলের অনুমুতি নিয়ে দালাল বাজার একটি বাড়ীতে বউ ঠিক করেছি বিয়ের বায়নাও করা হয়েছে। এরই মধ্যে পাশের ঘরের বিবাহিত মহিলা রুপা অসৎ প্ররোচনা করে আমার ছেলেকে আকৃষ্ট করে ছেলেকে নিয়ে পালিয়ে যায়। ছেলের মা আরো বলেন, রুপা বয়স্ক একটি বিবাহিত মেয়ে। জসিম নামে এক প্রবাসির সাথে ১০/১২ বছর পুর্বে বিয়ে হয়েছে। জসিম ছুটিতে বাড়ীতে আসলে সে জসিম কে সময় দিত, জসিম ছুটি শেষে বিদেশ চলে গেলে রুপা তার বাবার বাড়ীতে চলে এসে উশৃংখল  যুবক ছেলেদের সাথে বেপরোয়া পর্দাহীন চলাফেরা করতো। রুপা নামে এই অসৎ মেয়েটি শেষ পর্যন্ত আমার ছেলের জীবনটাও নষ্ট করে দিলো, যাহা আমার ছেলে বুঝে উঠতে পারছেনা। রুপা যেহেতু প্রবাসিদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য তেমনি এই মেয়ে আমার ছেলের টাকা পয়সা নিয়ে অন্য ছেলের হাত ধরতে বিন্দু পরিমান দ্বিধাবোধ করবে না। যেমন করেছিল আগের স্বামি প্রবাসি জসিম এর সাথে।

    এই বিষয়ে  জানতে চাইলে  রুপার মা আমাদের এপ্রতিবেদক কে বলেন রুপা সাথে মোহশিন আছে। রুপা ৪/৫ মাস আগে পুর্বের স্বামী জসিম কে তালাক দিয়েছে। এই বিষয়ে গণমাধ্যমের কর্মীরা  রুপার মায়ের নিকট তালাক নামার কাগজ দেখতে চাইলে তিনি কোন কাগজ দেখাতে পারেন নি।