ভিবি নিউজ মিডিয়া ;
লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত ও শহর উপশহরের ফুটপাত থেকে ভাসমান দোকান গুলোকে দ্রুত সরানোর জন্য নির্দেশনা দিয়েছেন নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৩ টার দিকে ঝুমুর সিনেমা, উত্তর তেহমুণী, বঙ্গবন্ধু চত্বর, চকবাজার ও দক্ষিণ তেহমুনী এলাকায় পুলিশি একশানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোঃ আশরাফ এবং তাঁর পুরো টিম।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, ডিআই-১ আজিজুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর দাস সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
জানতে চাইলে পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ জানান, লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত ও মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ইজিবাইক ও অটোরিকশা সম্পূর্ণভাবে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে আমরা শহরকে অনেকটাই যানজট থেকে স্বাভাবিক অবস্থায় আনতে সক্ষম হয়েছি।