সংবাদ শিরোনামঃ
জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
লক্ষ্মীপুরে মৃতদেহ বের করতে সরু পথের গাছ কাটায় থানায় অভিযোগ: এলাকায় উত্তেজনা

লক্ষ্মীপুরে মৃতদেহ বের করতে সরু পথের গাছ কাটায় থানায় অভিযোগ: এলাকায় উত্তেজনা

ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে মৃত ব্যক্তির লাশ বের করার লক্ষ্যে সরু পথের কয়েকটি গাছ কেটে ফেলায় প্রতিবেশী ৭ জনের বিরুদ্ধে থানা অভিযোগ করার খবর পাওয়া গেছে। ৮ আগস্ট বিকেলে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম নন্দনপুর এলাকায় এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি নিয়ে মৃত সাইফুল ইসলামের জানাযার নামাজ হওয়ার পূর্বেই একই বাড়ীর মোঃ ওসমান গণির স্ত্রী খতেজা খাতুন (২৮) বাদী হয়ে মোট সাতজনের নামে লক্ষ্মীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করেন, পূর্বে থেকে জায়গাজমি নিয়ে বিরোধ থাকায় মোঃ শাহজাহান (৪০), মোঃ আবুল কালাম (৩৫), মোঃ ফয়েজ আলম (৩৬), মোঃ সায়মন (১৮), মোঃ অপু (২৫), আরাফাত (১৮), মোঃ শাকিল (২৫) উল্লেখিত সাতজন বিবাদী মিলে ৮ আগস্ট বিকেল পাঁচটায় ভয়ভীতি প্রদর্শন করিয়া বাদীর মালিকানার বিভিন্ন প্রজাতির ফলমূলের গাছ গাছারা কাটিয়া টিনের বেড়া ভাংচুর করে।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে খবর নিয়ে জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্হ পশ্চিম নন্দনপুর গ্রামের নতুন রওশন বেপারী বাড়ীর মৃত সফিউল্যাহ মিয়ার পুত্র সাইফুল ইসলাম মিঞা(৭০) রোববার বিকেল প্রায় সাড়ে চারটায় স্বাভাবিকভাবে মৃত্যুবরন করেন। এসময় পরিবারের লোক ও এলাকাবাসী মিলে মৃত ব্যক্তির লাশবাহী খাট মসজিদে নেয়ার লক্ষ্যে বাড়ী থেকে বের হতে গেলে পথ সরু থাকায় খাটনি বের করতে না পারার কারনে সকলের সিদ্ধান্তক্রমে সরু পথের কয়েকটি গাছ কেটে ফেলে চলাচলের স্বাভাবিক পথ তৈরী করা হয়। এ ঘটনায় পূর্বে থেকে বিরোধ থাকায় তুচ্ছ বিষয়ে একই বাড়ীর প্বার্শবর্তী ঘরের মোঃ ওসমান গণির স্ত্রী খতেজা খাতুন (২৮) বাদী হয়ে মোট সাতজনের নামে থানায় অভিযোগ করলে এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে মোঃ শাহজাহান, মোঃ ফয়েজ, মোঃ অপু (২৫), মোঃ শাকিল (২৫) সহ এলাকার বেশিরভাগ মানুষ বলেন, বাড়ীর চলাচলের পথ খুবই সরু হওয়াতে মৃত ব্যক্তির লাশবাহী খাট বের করার লক্ষ্যে সকলের সুবিধায় জনস্বার্থে একটি নারিকেল গাছ ও দুইটি সুপারি গাছ এলাকাবাসী মিলে কেটে ফেলেছে। অথচ এই তুচ্ছ ঘটনায় উদ্দ্যেশ্য মূলকভাবে মৃত ব্যক্তির জানাযার নামাজ হওয়ার পূর্বেই তাহার পুত্রসহ সাতজন প্রতিবেশীকে বিবাদী করে থানায় অভিযোগ করায় এলাকার সাধারন মানুষের ভিতরে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার সহকারী উপ পরিদর্শক নুরুল করিম চৌধুরী মুঠোফোনে বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে, সরেজমিনে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com