লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুরে ১৪ জুলাই চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ তার স্বর্গীয় মাতা প্রনতি রানী দেবির মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে দুপুর ১২ ঘটিকায় লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নে তার পৈত্রিক বাড়িতে এসে মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পন এবং বাবা ও মায়ের পারলৌকিক আত্মার শান্তির জন্য পরম করুনাময়ের নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করেন।
দুপুরে দালালবাজার শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিৎ আখড়ায় গোবিন্দ মহাপ্রভুর ভোগআন্তে আগত বিষ্ণু জানাতি বৈষ্ণব ও অতিথি দের জন্য মহাপ্রসাদের আয়োজন করেন। এসময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি দেবনাথ ও তাঁর সহধর্মী মৌমিতা সাহা,
টিআই লক্ষ্মীপুর প্রবির দাস, পুলিশের পরিদর্শক, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী, শিক্ষক বৃন্দ, শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ার পরিচালনা কমিটির সদস্য সহ অনেক নাম নাজানা অতিথি বৃন্দ।
একপর্যায় অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ আগত অতিথিদের তাঁর মা,বাবার পারলৌকিক আত্মার শান্তির জন্য আশির্বাদ প্রার্থনা করেন ।