মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের দালাল বাজারস্হ শাহাদাত-ফাতেমা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং পার্শ্ববর্তী মহাদেবপুরস্হ হাফেজ আবদুল লতিফ (রা:) হাফজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলার গঙ্গাপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব এস এম শাহাদাত উল্লাহ জেষ্ঠ্য পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সৈয়দ আবুল কাশেম উনার নিজ কার্যালয়ে ২০ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে স্থানীয় দু’টি মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় সমাজসেবক আলহাজ্ব সৈয়দ আবুল কাসেম বলেন, গত চল্লিশ বছর যাবৎ আমি ও আমাদের পারিবার এধরণের সমাজ সেবামূলক কাজ করে আসছি। এ এতিমখানা দুটির পরিচালনা ও অর্থায়ন করতেন আমার বাবা-মা। গত ২৫ ডিসেম্বর আমার বাবা মারা যাবার পরে এখন আমি চেষ্টা করতেছি সুবিধা বঞ্চিত এসব এতিমদের পাশে দাড়াতে। আজ (বৃহস্পতিবার) দুটি এতিমখানার শিক্ষার্তীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি এবং আশাকরি আগামীকাল শুক্রবার এলাকার স্হানীয় অসহায় শীতার্তদের মধ্যে একইভাবে শীতবস্ত্র বিতরণ করার। প্রতি বছর রোজার মাসসহ দরিদ্র-অসহায়দের মধ্যে সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করি এবং আগামীতে যতদিন আমরা বেঁচে থাকি আমাদের পরিবারের পক্ষ থেকে এধরনের সহযোগিতা মূলক কর্মসূচী অব্যাহত থাকবে বলে আশাবাদী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের দালাল বাজারস্হ শাহাদাত-ফাতেমা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও পশ্চিম নন্দনপুর গাউসেল আজম মসজিদের খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল এবং পার্শ্ববর্তী মহাদেবপুরস্হ হাফেজ আবদুল লতিফ (রা:) হাফজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাধান হাফেজ মাহবুব আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল মাহমুদসহ এলাকার নানান পেশার মানুষজন।