ভিবি নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরের দালাল বাজার শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ায় প্রতি বছরের ন্যায় আজ ৫ নভেম্বর ২০২১ ইং শুক্রবার কালী মায়ের পূজার পরদিন অন্নকূট অনুষ্ঠান মহা সমারোহে উদযাপিত হয়েছে।এই অনুষ্ঠানে প্রায় সাত হাজারেরও অধিক ভক্তের সমাগম ঘটে। ভক্তদের অভিমত আজ যদি বড়গাড়ি বন্ধ না থাকতো তাহলে দশহাজার ভক্তের সমাগম হতো বলে মন্দির কমিটির লোকজন বলাবলি করছেন বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
আরো জানাযায় অন্নকূট শব্দের অর্থ অন্ন+কূট অর্থাৎ অন্নের পাহাড়। এই উৎসবে গিরিরাজ গোবর্দ্ধন, গো এবং ব্রাহ্মণের পূজারি বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্দ্ধন পূজা, গো এবং ব্রাহ্মণ পূজার প্রচলন করেছিলেন। কলিযুগে শ্রীল মাধবেন্দ্রপুরীপাদ পুনরায় ভগবান দামেদরকে গোবর্দ্ধন পর্বতে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই উৎসবের প্রচলন করেন।তাই এই দিনে ভগবান শ্রীদামোদরকে কেউ ৫০০ প্রকার কেউ ১০০০ প্রকার কেউ ২০০০ প্রকার বা তার ছেয়ে বেশি রান্না করে ভোগ দেওয়া হয়।