ভিবি নিউজ ডেস্কঃ
উদয়ের পথে শুনি কার বানী
ভয় নাই ওরে ভয় নাই
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই”
অদ্য ১৬ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখ মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলার বিজয় চত্বর স্মৃতিসৌধ ও ৭১ এর গণহত্যার শহীদ সমাধিতে জেলা পুলিশ, লক্ষ্মীপুর এর পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মিমতানুর রহমান, পিপিএম সহ জেলা পুলিশের সকল অফিসার ও সদস্যবৃন্দ। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।