ভিবি নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সহকারী কৌশলি ( জি,পি) সিনিয়র আইনজীবী বাবু শ্যামল কান্তি চক্রবর্তী, সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড ২০২০ এ ভূষিত হয়েছেন বলে সাংবাদিক দের সাথে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
আরো জানাযায়, গত ৩ অক্টোবর ২০২০ ইং মহাত্মা গান্ধী স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এডভোকেট শ্যামল কান্তি চক্রবর্তী সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ডএ ভূষিত হয়েছেন। আরো জানাযায় তিনি আইন পেশায়ও বিশেষ অবদান রাখার জন্য মাদার তেরেসা গোন্ডেন এ্যাওয়ার্ড -২০২০ বাগিচা চাইনিজ রেস্টুরেন্ট,সেগুনবাগিচায় এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক প্রাপ্ত হন
শিক্ষা জীবন শেষ করে ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চাইলে এডভোকেট শ্যামল কান্তি বলেন ১৯৯০ ইং সনে আইন পেশায় যোগদান,২০০৯ইং সন থেকে সরকারি কৌশলি জি,পি হিসাবে কর্মরত আছি। জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি, লক্ষ্মীপুর জেলাআওয়ামীলীগের দপ্তর সম্পাদ, রামগঞ্জ উপজেলাধীন চন্ডিপুর রামকৃষ্ণ আশ্রমের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান, প্রাক্তন সাধারণ সম্পাদক বিরাহিমপুর পল্লি উন্নয়ন ক্লাব,অধ্যক্ষ পিতৃদেব সাংস্কৃতিক কলেজ, অধ্যক্ষ সনাতন ধর্ম প্রচার কমপ্লেক্স, সাবেক সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, নন্দীগ্রাম দূর্গা,কালী,শিব ও রাধা মন্দিরের প্রতিষ্ঠাতা ও সভাপতি সহ আরো অনেক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন বলে গণমাধ্যম কর্মীদের জানান।
চন্দ্রগঞ্জ থানার ৭ নং বশিকপুর ইউনিয়নের মৃত কৈশিকি রঞ্জন চক্রবর্তী ও মৃতা শ্রীমতি অমিয় প্রভা চক্রবর্তীর পুত্র এডভোকেট শ্যামল কান্তি চক্রবর্তী ১লা ফেব্রুয়ারী ১৯৫৮ ইং সনে জন্মগ্রহণ করেন। তিনি
এসএসসি – নন্দী গ্রাম বদরপুর উচ্চ বিদ্যালয়,
এইচ এসসি- দত্ত পাড়া ডিগ্রি কলেজ,
বিএ- চৌমুহনী এসএ কলেজ।
এলএলবি- বঙ্গবন্ধু ল টেম্পল, চট্টগ্রাম।
এলএলএম- দারুল ইয়াছিন ইউনিভার্সিটি।
পরিশেষে এই গুনিজন সম্পন্ন ব্যক্তি আইনজীবী শ্যামল কান্তি বলেন মহান সৃষ্টি কর্তা আমার সকল আশা পুরন করেছেন। যতদিন বাঁচি আইন পেশায় থেকে গরীব দুঃখি অসহায়, দুস্তদের মাঝে সেবা অব্যাহত থাকবে।