লক্ষ্মীপুরে মন্দির কমিটির উদ্যোগে করোনা লগ্নে গৃহবন্দী দের ত্রান বিতরন

ভি বি রায় চৌধুরী-সদর উপজেলার উপশহর দালাল বাজার আজ ২ মে ২০২০ খৃষ্টাব্দে শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ায়, সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাস সঙ্কটে স্থবির হয়ে পড়া এই অঞ্চলের জনগণের পাশে ত্রান নিয়ে দাড়িয়েছেন মন্দির পরিচালনা কমিটি।
এসময়ে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু শশী ভূষণ নাথ, সাধারণ সম্পাদক বাবু সুদেব রঞ্জন শর্মা, সহসাধারণ সম্পাদক প্রদীপ সাহা, দালাল বাজার পুলিশ কেম্পের ইনচার্জ উপপরিদর্শক পুলেন বড়ুয়া, সহকারী উপপরিদর্শক মোঃ ইলিয়াস সহ প্রমুখ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধার নুরনবী চৌধুরী, আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদুল নবী সোহেল। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে,দেশের এই কান্তিলগ্নে সকল সামাজিক সংগঠনের মতো লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়া (দালাল বাজার) কমিটির এই মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
কমিটির সভাপতি বাবু শশী ভূষণ নাথ বলেন, তিনশত হতদরিদ্র খেটে খাওয়া দিনমজুরের মাঝে কমিটির সকল সদস্যদের সহায়তায় আমরা কিছু ত্রান-সাহায্য প্রদান করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *