ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে ২১ এপ্রিল ১’১৫ মিনিট থেকে রাত দুইটা পর্যন্ত
লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ, হতদরিদ্র ও পথচারী মানুষের মাঝে পুলিশ সুপার মহোদয়ের ঈদ উপহার সামগ্রী বিতরণ।
জানা যায় পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ
মহোদয়ের ব্যক্তিগত অর্থায়নে অসহায়, দুস্থ, হতদরিদ্র ও পথচারী মানুষের মাঝে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
সবাই যেন পরিবার-পরিজন নিয়ে খুশিতে ঈদ উদযাপন করতে পারে তার জন্য পুলিশ সুপারের -এ কার্যক্রম। তিনি আরো বলেন আমরা সবা য যার যার সামর্থ্য অনুযায়ী এসব অসহায়, দুস্থ, হতদরিদ্র ও পথচারী মানুষের পাশে এসে দাঁড়াই তাহলে এই মানুষগুলো ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারবে।
এসময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, টিআই (প্রশাসন) মোঃ সাজ্জাদ কবির, ইনচার্জ, শহর পুলিশ ফাঁড়ি মোঃ জহিরুল হক সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।