সংবাদ শিরোনামঃ
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে মোহাম্মদ নুরজ্জামানের যোগদান লক্ষ্মীপুরে কর্মী ও জনবান্ধব নেতা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন লক্ষ্মীপুরের কমলনগরে জনপ্রিয়তার শীর্ষে আ’লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঘোষণা শ্রেষ্ঠ ওসি মোসলেহ্ উদ্দিন,শ্রেষ্ঠ টিআই সাজ্জাদ কবির বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক চট্রগ্রাম উত্তর জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আবশ্যক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকা বাসির দাবী লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের ৫১ তম জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী পশ্চিম লক্ষ্মীপুরের কবির হোসেন কে হুমকি ধমকি দেওয়ায় রুবেল পাটোয়ারী গং দের বিরুদ্ধে সাধারন ডায়রি লক্ষ্মীপুরে মোখার পরিস্থিতি অবলোকনে উপকূলীয় অঞ্চলে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ লক্ষ্মীপুরে ডাবল মার্ডার মামলায় জিহাদীকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সুপারের প্রেস  ব্রিফিং রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে বিকাশ সরকার কে রক্তাক্ত জখম করার বিষয়ে সোহাগের বিরুদ্ধে থানায় অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ছোট ভাইয়ের বৌকে যৌন হয়রানি করার বিরুদ্ধে ভাসুর দীপনেরৃ প্রতিবাদ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে দীপন কর্তৃক প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী কে যৌন হয়রানির অভিযোগ
লক্ষ্মীপুরে বৃদ্ধা মায়ের সহায়সম্বল লিখে নিয়ে মাকে পিটিয়ে ঘরথেকে বের করার অভিযোগ

লক্ষ্মীপুরে বৃদ্ধা মায়ের সহায়সম্বল লিখে নিয়ে মাকে পিটিয়ে ঘরথেকে বের করার অভিযোগ

স্টাফ রিপোর্টার -সদর উপজেলার ৪ নং চররোহীতা ইউনিয়নে
সম্পত্তি লিখে নিয়ে মারধর করে বৃদ্ধা মাকে ঘরথেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে আয়াতের নেছা (৮০) নামে এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয় তার প্রবাসী ছেলে বউ ও নাতনি।

এই বৃদ্ধা সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মনু মিয়া আমিনের বাড়ির মৃত খোরশেদ আলম মুহুরি স্ত্রী। নিজের বাপের বাড়ি জমি বিক্রি করে স্বামীর বাড়িতে জমি ক্রয় করে ও স্বামীর ওয়ারিশী জমিতে একমাত্র ছেলে নিজামুদ্দীন মানিককে নিয়ে সুখের সংসার ছিল তার।

বিগত ২৭/১২/১৭ইং নিজ মালিকানা সাড়ে চার শতাংশ জমি একমাত্র ছেলের নামে জোরকরে লিখে নিয়ে বার বার মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং পরবর্তীতে এলাকাবাসী সহ বৃদ্ধাকে পুনরায় বৈঠক করে ঘরে তুলে দেন মর্মে অভিযোগ এই অসহায় বৃদ্ধার।

তেমনি ভাবে গত ২ জুন ২০২০ ইং বুধবার রাতেও এই ৮০ বছর বয়েসি বৃদ্ধাকে ছেলের বৌ ও নাতনী মিলে পরিকল্পিত ভাবে বসত ঘর থেকে বের করে দেয়, উপায়ন্ত না পেয়ে বৃদ্ধা আয়াতের নেছা লোক লজ্জার ভয়ে রাতে পাশ্ববর্তী সলেমানের গরু ঘরে রাত্রি যাপন করেন বলে সলেমান সাংবাদিক দের জানান।

চররুহিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম, মাসুদ, তার বড় ভাই ইসমাইল, সোলেমান বলেন, খোরশেদ মুহুরি সজ্জন ও আর্থিক ভাবে স্বচ্ছল মানুষ ছিলেন। প্রায় আট বছর আগে মুহুরী মারা যান। বিধবা স্ত্রী স্বামীর রেখে যাওয়া ও নিজের ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করতেন। জায়গা-জমি বাগান বাড়ি দিয়ে যা আসত, তা দিয়ে ভালোই চলত সংসার । তবে কয়েক বছরের মধ্যে ছেলে ও ছেলের বউ মিলে তার সব জমি ছেলের নামে জোরপূর্বক রেজিস্ট্রি করে নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন বলে ভুক্তভুগী গণমাধ্যমকে জানান।

পরবর্তীতে এলাকার লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেন,যার রেজিষ্ট্রেশন নং ছিলো ৩৩৭৪/১৭।
গত ২ জুন ২০২০ ইং পূর্বের মতো
বৃদ্ধার একমাত্র ছেলের বউ নাজমুন নেহার রিপু ও নাতনি তানজু তাকে রাতের অন্ধকারে ঘরথেকে বের করে দিলে তিনি সলেমানের গরু ঘরে রাত্রি যাপন করেন বলে যে অভিযোগ উঠেছে তা মা ও মেয়ে এই অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন, এই বৃদ্ধা মহিলার মুখের ভাষা খুবই খারাপ। আমরা তাকে মারধর করিনি বা- বাড়ি থেকে বাহির করার কোন ঘটনা পূর্বেও সংগঠিত হয় নি বর্তমানেও ঘটেনি, আমাদের প্রতিপক্ষরা আমাদের পরিবারের বিরুদ্ধে তাকে দিয়ে ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির পাটোয়ারী বলেন, উপরোক্ত বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা করব।