সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরে বৃদ্ধা মায়ের সহায়সম্বল লিখে নিয়ে মাকে পিটিয়ে ঘরথেকে বের করার অভিযোগ

লক্ষ্মীপুরে বৃদ্ধা মায়ের সহায়সম্বল লিখে নিয়ে মাকে পিটিয়ে ঘরথেকে বের করার অভিযোগ

স্টাফ রিপোর্টার -সদর উপজেলার ৪ নং চররোহীতা ইউনিয়নে
সম্পত্তি লিখে নিয়ে মারধর করে বৃদ্ধা মাকে ঘরথেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে আয়াতের নেছা (৮০) নামে এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয় তার প্রবাসী ছেলে বউ ও নাতনি।

এই বৃদ্ধা সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মনু মিয়া আমিনের বাড়ির মৃত খোরশেদ আলম মুহুরি স্ত্রী। নিজের বাপের বাড়ি জমি বিক্রি করে স্বামীর বাড়িতে জমি ক্রয় করে ও স্বামীর ওয়ারিশী জমিতে একমাত্র ছেলে নিজামুদ্দীন মানিককে নিয়ে সুখের সংসার ছিল তার।

বিগত ২৭/১২/১৭ইং নিজ মালিকানা সাড়ে চার শতাংশ জমি একমাত্র ছেলের নামে জোরকরে লিখে নিয়ে বার বার মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং পরবর্তীতে এলাকাবাসী সহ বৃদ্ধাকে পুনরায় বৈঠক করে ঘরে তুলে দেন মর্মে অভিযোগ এই অসহায় বৃদ্ধার।

তেমনি ভাবে গত ২ জুন ২০২০ ইং বুধবার রাতেও এই ৮০ বছর বয়েসি বৃদ্ধাকে ছেলের বৌ ও নাতনী মিলে পরিকল্পিত ভাবে বসত ঘর থেকে বের করে দেয়, উপায়ন্ত না পেয়ে বৃদ্ধা আয়াতের নেছা লোক লজ্জার ভয়ে রাতে পাশ্ববর্তী সলেমানের গরু ঘরে রাত্রি যাপন করেন বলে সলেমান সাংবাদিক দের জানান।

চররুহিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম, মাসুদ, তার বড় ভাই ইসমাইল, সোলেমান বলেন, খোরশেদ মুহুরি সজ্জন ও আর্থিক ভাবে স্বচ্ছল মানুষ ছিলেন। প্রায় আট বছর আগে মুহুরী মারা যান। বিধবা স্ত্রী স্বামীর রেখে যাওয়া ও নিজের ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করতেন। জায়গা-জমি বাগান বাড়ি দিয়ে যা আসত, তা দিয়ে ভালোই চলত সংসার । তবে কয়েক বছরের মধ্যে ছেলে ও ছেলের বউ মিলে তার সব জমি ছেলের নামে জোরপূর্বক রেজিস্ট্রি করে নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন বলে ভুক্তভুগী গণমাধ্যমকে জানান।

পরবর্তীতে এলাকার লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেন,যার রেজিষ্ট্রেশন নং ছিলো ৩৩৭৪/১৭।
গত ২ জুন ২০২০ ইং পূর্বের মতো
বৃদ্ধার একমাত্র ছেলের বউ নাজমুন নেহার রিপু ও নাতনি তানজু তাকে রাতের অন্ধকারে ঘরথেকে বের করে দিলে তিনি সলেমানের গরু ঘরে রাত্রি যাপন করেন বলে যে অভিযোগ উঠেছে তা মা ও মেয়ে এই অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন, এই বৃদ্ধা মহিলার মুখের ভাষা খুবই খারাপ। আমরা তাকে মারধর করিনি বা- বাড়ি থেকে বাহির করার কোন ঘটনা পূর্বেও সংগঠিত হয় নি বর্তমানেও ঘটেনি, আমাদের প্রতিপক্ষরা আমাদের পরিবারের বিরুদ্ধে তাকে দিয়ে ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির পাটোয়ারী বলেন, উপরোক্ত বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা করব।