লক্ষ্মীপুরে বৃত্তবানদের নিকট পঙ্গু আব্দুল আলিমের সাহায্যের আবেদন
- আপডেটের সময়
Monday, November 14, 2022
-
245 কতজন পড়েছেন
Exif_JPEG_420
ভিবি নিউজ মিডিয়া- লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গোপিনাথ পুর গ্রামের আলী পাটোয়ারী বাড়ির জামাতা এবং মৃত নুরুল ইসলাম মিঞার পুত্র মোঃ আব্দুল আলিম
Exif_JPEG_420
অসহায় হয়ে সকলের নিকট আর্থিক সহযোগিতা চাচ্ছেন। গত ২৮ জানুয়ারি ঢাকার সাভার উপজেলার নবীনগরে রাস্তা পারাপারের সময়ে অটোরিকশার ধাক্কায় মহাসড়কে পড়ে গেলে তার ডান পা ভেঙ্গে যায়। পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ডান পায়ের ভাঙ্গা হাড়গুলো পাতদিয়ে এবং বাহিরে রিং পড়িয়ে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন হাসপাতালে থেকে পরবর্তীতে পঙ্গু হয়ে লক্ষ্মীপুরে শ্বশুর বাড়িতে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবন যাপন করার খবর পাওয়া যায়।
আরও জানা গেছে, পঙ্গু আব্দুল আলিমের দুই পুত্র, এক কন্যা। বড় ছেলে মোঃ লিমন (১০), ছোট ছেলে আল ফারাবি (৭) ও মেয়ে আলিফা আক্তার (২)। বর্তমানে মানুষের সাহায্যের- সহযোগিতা নিয়ে চিকিৎসা করানো হয়েছে। ভুক্তভোগী আব্দুল আলিমের পৈত্রিক ভিটামাটিও নাই যে বিক্রয় করে চিকিৎসা সেবা নিবে। স্ত্রী লাভলী আক্তার (২৮) কে নিয়ে দিন মজুর অসুস্থ শ্বশুরের বাড়িতে সকলের বোঝা হয়ে এখন বসবাস করছেন। এদিকে শ্বশুরদের আর্থিক অবস্থাও শঙ্কটাপন্ন। তাই আব্দুল আলিম বিত্তবানদের নিকট চিকিৎসা ও সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য সাহায্য প্রার্থী।
সাহায্য পাঠনোর ঠিকানা,
বিকাশ নং ০১৭১২৭৩৫৯৮৪
মোবাইল নং ০১৮৫৬৬৩৬৪৪১